বাংলা সময় ও তারিখ লোড হচ্ছে...
Header

দৈনিক দিগন্ত খবর - অপরাধের বিরুদ্ধে সোচ্চার, সত্যের পক্ষে অবিচল।

Header
collapse
হোম / সকল বিভাগ / খুলনা বিভাগ / যুবলীগ সভাপতির বিরুদ্ধে যৌতুক মামলা

যুবলীগ সভাপতির বিরুদ্ধে যৌতুক মামলা

2025-03-11  রিপোর্টারের নাম  159 views    

নিজস্ব প্রতিনিধি,

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলী নোমানীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেছেন তার দ্বিতীয় স্ত্রী শবনম মুস্তারী। এ সংক্রান্ত মামলাটি ঝিনাইদহ আদালতে দায়ের করা হয়েছে।

received_1653914561883595
মামলার প্রসঙ্গ:

মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ডব্লিউ/এ) ইস্যু করার নির্দেশ দিয়েছেন ঝিনাইদহ প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল।

শিবলী নোমানী কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার মোমিন মৌলভীর ছেলে। তিনি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তবে, ২০২৩ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

অভিযোগের বিবরণ:

মামলার এজাহারে শবনম মুস্তারী উল্লেখ করেন, ২০০৮ সালের ১৬ এপ্রিল তাদের বিয়ে হয় এবং তাদের সংসারে ১২ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। প্রথমদিকে দাম্পত্য জীবন ভালো চললেও, হঠাৎ করেই শিবলী নোমানী পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। যৌতুক না দেওয়ায় তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হন।

২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি তাকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়, ফলে তিনি বাবার বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন। এরপর ২০২৪ সালের ১২ ডিসেম্বর স্বামীর বাড়িতে গেলে পুনরায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবি করা হয়।

ভুক্তভোগীর বক্তব্য:

শবনম মুস্তারী জানান, তিনি যৌতুকবিরোধী আইনে মামলা করেছেন এবং মামলা এখনও চলমান রয়েছে। মামলার পর থেকেই বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এরই মধ্যে শিবলী নোমানী তাকে তালাকনামা পাঠিয়েছেন, তবে সেটি তিনি গ্রহণ করেননি।

অভিযুক্তের অবস্থান:

এ বিষয়ে অভিযুক্ত শিবলী নোমানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যান্য অভিযোগ:

শিবলী নোমানীর বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শিবির নেতা আবুজর গিফারী হত্যা মামলা অন্যতম। এছাড়াও, তিনি বিগত সরকারের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত ছিলেন।


Share:

শিরোনামঃ
কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর...-দিগন্ত খবর     কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি-দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ -দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ-দিগন্ত খবর     কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা-দিগন্ত খবর     ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র গুলি উদ্ধার-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা-দিগন্ত খবর     মাদক ব্যবসা করতে নিষেধ করায়- কালীগঞ্জে ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জন জখম, আটক ৩-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহে ১টি বেকারীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ২ মণ মাছ ছাড়লো মৎস্যজীবী দল-দিগন্ত খবর     ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্য মুল্যের দাবি-দিগন্ত খবর     কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন-দিগন্ত খবর     অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার- চিরকুট লিখে এতিম কিশোরীর আত্মহত্যা-দিগন্ত খবর     কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল-দিগন্ত খবর