শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে কৃষক দলের আয়োজনে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে তুলাসার ইউনিয়ন পরিষদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন তুলাসার ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মজিবুর মৃধা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জলিল বেপারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা কৃষক দলের সভাপতি ও সাবেক পৌর কমিশনার হাজী হারুন অর রশিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব মোর্শেদ টিপু মাদবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রেজা এবং তুলাসার ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আব্দুল হাকিম মাদবর।
সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা কৃষকদের অধিকার, বর্তমান কৃষি পরিস্থিতি ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।