নিজস্ব প্রতিনিধি
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের দি সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে স্কুল মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আয়োজন ও অতিথিরা
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল, আর প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী
- জামায়াতে ইসলামীর নেতা রফিকুল ইসলাম
- কবি ও সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য ও অনুষ্ঠানসূচি
অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ মোস্তফা কামাল স্বাগত বক্তব্য দেন। তিনি স্কুলের শিক্ষামূলক কার্যক্রম ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি রজব আলী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
প্রধান অতিথি রকিবুল হাসান তার বক্তব্যে স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরামর্শ দেন।
সঞ্চালনা ও অন্যান্য আয়োজন
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহযোগী অধ্যাপক প্রশান্ত বসাক। প্রথম দিনের আয়োজনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজন ছিল।
তিন দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকরা জানান।