ইসলাম , গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাংনাহাটি বালিকা দাখিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা এস. এম. রুহুল আমিন, প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন মো. সারোয়ার খান, এস. এম. মাসুদ রানা, ওলামা দলের সভাপতি মোখলেছুর রহমান কফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার বশির আহমেদ আজাদ।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
এ সময় প্রধান অতিথি বলেন, "এরকম আয়োজন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত। এটি শিক্ষার্থীদের নেশামুক্ত রাখতে সহায়তা করে এবং খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখে, যা একটি উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।