মোঃ রাকিব স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস,ডি,বি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (তারিখ) সকালেই বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নাসিরউদ্দীন-এর সভাপতিত্বে এবং মোঃ দেলোয়ার হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তব্য ও দিকনির্দেশনা
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক জনাব মোঃ নাজির হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আতাউর রহমান এবং পরীক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ মাইনুল ইসলাম লাল্টু।
প্রধান শিক্ষক মোঃ নাসিরউদ্দীন তার বক্তব্যে পরীক্ষার্থীদের সফলতার জন্য বিভিন্ন পরামর্শ দেন এবং অভিভাবকদের সন্তানের পড়াশোনায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অংশগ্রহণ ও অনুভূতি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোসাঃ ফজিয়া খানম, সহকারী শিক্ষক মোঃ শাহাজাহান, মোসাঃ ইসরাত জাহান ইতি, মোঃ জামিলউদ্দীন প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মোসাঃ মালিহা রওশন মীম, মোসাঃ তাসমিমা আক্তার তমা ও আরও অনেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। তারা বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সফলতার জন্য দোয়া চান।
সমাপ্তি ও দোয়া মাহফিল
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মিষ্টিমুখ করানো হয়।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়।