বিশেষ প্রতিনিধি
নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ঐতিহ্যবাহী স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০:৩০ মিনিটে জমকালো এ আয়োজনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় আহ্বায়ক ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মো. কামাল হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু মন্টুলাল কর্মকার, ফজলুল হক, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পিরোজপুর উপজেলার সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং জাসাস নেতা মো. আরিফ বিল্লাসহ আরও অনেকে।
বিগত বছরের তুলনায় এবারের আয়োজন ছিল ব্যতিক্রম ও চমকপ্রদ। শিক্ষার্থীদের অসাধারণ পরিবেশনায় বাঙালি ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন ডিসপ্লের মাধ্যমে, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্ব পালন করেন শিক্ষক সুরঞ্জিত মণ্ডল, আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোরশেদুল হক। দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।