আহাম্মেদ সাদিক স্টাফ রিপোর্টার
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাইক্লিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাক আহমেদ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন জুয়েল হাসান,
প্রথম রানার আপ হয়েছেন তাওহিদ, তৃতীয় আকাশ, চতুর্থ সাকিব পঞ্চম আবিদ ৬ষ্ঠ আসফি, সপ্তম আনান, অরণ্য, শরিফুল, মেহেদি। স্কুল পর্যায়ে তাসকিন ও আফজাল এবং মেয়েদের মধ্যে সানজিদা বিজয়ী হয়।