শরীয়তপুর প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নে মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শিধলকুড়া বাজারে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের আয়োজন ও অতিথিরা
এই স্বাস্থ্যসেবায় দুইজন এমবিবিএস ডাক্তার উপস্থিত থেকে স্থানীয় তান্তিক জনগোষ্ঠীর মানুষকে চিকিৎসা সেবা দেন। মানবকল্যাণ সংগঠনের সভাপতি এস. এম. ওমর ফারুকের সভাপতিত্বে ক্যাম্প উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হোসেন সজল, যিনি এই উদ্যোগে পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- সাবেক শিধলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. মালেক ফরাজী
- সংগঠনের অন্যান্য সদস্য সাজিত ও রাব্বি
উদ্যোগের গুরুত্ব
এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় দরিদ্র ও তান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণের সুযোগ পেয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এতে স্থানীয় বাসিন্দারা ব্যাপকভাবে উপকৃত হন এবং আয়োজকদের প্রশংসা করেন।