নিজস্ব প্রতিনিধি,
ভোলা জেলার মনপুরার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দী ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।
অভিযানের বিবরণ
শনিবার (৮ মার্চ) মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে দাসেরহাট এলাকার সামনে থেকে
- ৪টি বেহুন্দী জাল
- ৩০ হাজার মিটার কারেন্ট জাল
জব্দ করা হয়।
জাল ধ্বংসের প্রক্রিয়া
পরে থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিকাল ৫টার দিকে হাজিরহাট ঘাটের দক্ষিণ পাশে নদীর তীরে এনে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তার বক্তব্য
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন:
- মেঘনায় ছোট মাছ ধ্বংসকারী অবৈধ বেহুন্দী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
- পরিবেশের সুরক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।
অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে কঠোর অবস্থান
মৎস্য অধিদপ্তর জানিয়েছে, মেঘনায় অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে, যাতে মৎস্য সম্পদ রক্ষা করা যায়।