নিজস্ব প্রতিনিধি,
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তার পরিমাণ ও বণ্টন
অনুষ্ঠানে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে—
✅ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার পেয়েছে: ১৫,০০০ টাকা
✅ পানিতে ডুবে বা সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবার পেয়েছে: ২৫,০০০ টাকা
প্রশাসনের প্রতিক্রিয়া
উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সহায়তা করা সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের অংশ। এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।