নিজস্ব প্রতিনিধি,
নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় "দূষণ প্রতিরোধের মাধ্যমে সুন্দরবন রক্ষার উপায়" শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজসেবা সংগঠন "রূপান্তর"-এর আয়োজনে এবং জার্মান কর্পোরেশন-এর অর্থায়নে এ শিক্ষামূলক ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব ও উপস্থিতি:
অনুষ্ঠানে রূপান্তর-এর জেলা আহ্বায়ক সাহিদা বানু সোনিয়া সভাপতিত্ব করেন, এবং নেছারাবাদ উপজেলা যুব ফোরামের আহ্বায়ক সোয়েব আহমেদ সভা পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তব্য:
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সরকারি কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ। তিনি সুন্দরবন রক্ষায় দূষণ প্রতিরোধের গুরুত্ব তুলে ধরে বলেন, "সুন্দরবন শুধু আমাদের দেশের নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশবান্ধব অঞ্চল। এর সংরক্ষণে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।"
অন্যান্য অতিথি ও আলোচক:
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী, রূপান্তর-এর কর্মীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনার মূল বিষয়:
সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে, পরিবেশ দূষণ রোধ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুন্দরবন রক্ষা করা সম্ভব। তারা "নিজেকে বদলাই, অপরকে বদলে দেই"—এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।