নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শিমুলতলী গ্রামে এবার সূর্যমুখী ফুলের বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে সোনালি রঙের সূর্যমুখী ফুলের সমারোহ সৃষ্টি করেছে মোহনীয় এক পরিবেশ। ফুলের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ।
ফাল্গুনের আগমনে এ যেন প্রকৃতির এক অনন্য উপহার। স্থানীয় কৃষক আক্কাস আলী জানান, সূর্যমুখী চাষে আশানুরূপ ফলন হয়েছে। তিনি বলেন, "প্রতিদিনই মানুষের উপচে পড়া ভিড় জমে যাচ্ছে এই ফুলের সৌন্দর্য দেখার জন্য। অনেকেই পরিবার-পরিজন নিয়ে আসছেন, ছবি তুলছেন, সময় কাটাচ্ছেন।"
স্থানীয় কৃষি বিভাগ যদি যথাযথ পৃষ্ঠপোষকতা করে, তবে এখানকার কৃষকরা সূর্যমুখী চাষকে আরও সম্প্রসারিত করতে পারবেন। সূর্যমুখী থেকে তেল উৎপাদন করলে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে, এই ধরনের চাষাবাদ পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি মানুষের মননেও ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রকৃতির এই অপরূপ শোভা দেখতে ইতোমধ্যেই বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন। যদি সঠিক পরিকল্পনা নেওয়া যায়, তবে শ্রীপুরের এই সূর্যমুখী ক্ষেত পর্যটন সম্ভাবনাও জাগিয়ে তুলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।