মোঃ সালাম স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ: বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় শাখার বনভোজন ও পারস্পরিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঝিনাইদহের তামান্না পিকনিক স্পটে দুপুর ১২টায় এ আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ও অতিথিরা
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফরিদ খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইমরান জাকারিয়া, এবং প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা শাখার সভাপতি জনাব মিয়া বদরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
- দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব নুরুন্নাহার সীমা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জনাব স্বপন মাহামুদ, এবং সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব সাকিবুল ইসলাম।
বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আলোচনা সভা শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা দুপুরের খাবার উপভোগ করেন। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও কবিতা পাঠের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
আয়োজনের গুরুত্ব
প্রেসক্লাবের নেতারা এ ধরনের আয়োজনকে সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক দৃঢ়করণ ও পেশাগত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। বক্তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।