নিজস্ব প্রতিনিধ,
নাটোরে আন্তজেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার তালতলা হাফরাস্তা এলাকার একটি ওয়ার্কশপ থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় নাটোর সদর থানা চত্বরে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী।
চুরির ঘটনা ও পুলিশের অভিযান
পুলিশ জানায়, গত ১৪ ডিসেম্বর নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার শিবদুর গ্রামে রাকিবুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা তার বাড়ির গ্রিল কেটে মোটরসাইকেলসহ বিভিন্ন স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রাকিবুল ইসলাম গত ২৪ ফেব্রুয়ারি নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার তালতলা হাফরাস্তা এলাকার জামালের ওয়ার্কশপ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে। একইসঙ্গে আন্তজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে আরও একজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতারকৃতরা হলেন—
- সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার মৃত আজিজের ছেলে রাফিউল ইসলাম
- দিঘাপতিয়া মাঝিপাড়া এলাকার মৃত আকবরের ছেলে রকি ইসলাম
- চকআমহাটি এলাকার শামসুল হকের ছেলে শাহজাহান
- নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া এলাকার রজব আলীর ছেলে জামাল শেখ
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।