নিজস্ব প্রতিনিধ,
সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমতুল্লাহ পলাশ এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী মোঃ আলাউদ্দিন, ডাঃ শহিদুল আলম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।
জনসভায় বক্তারা দাবি করেন, আগামী ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি গ্রামে-গঞ্জে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, "সাতক্ষীরার মাটি বিএনপির ঘাঁটি। আজকের জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে, যা প্রমাণ করে জনগণ বিএনপির পক্ষে আছে। আমরা অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন চাই এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে সাতক্ষীরার চারটি আসনে বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই।"