রাসেল স্টাফ রিপোর্টার
ভোলা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫: সরকারি সফরে ভোলা আসলেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। রবিবার বিকালে তিনি ভোলা জেলা সার্কিট হাউজে পৌঁছালে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হয়।
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক মহোদয় নৌ পরিবহন উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সফরকালে নৌপরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন উপদেষ্টা মহোদয়। পাশাপাশি জেলার নদীবন্দর ও নৌ চলাচল ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন দিক পর্যালোচনা করবেন বলে জানা গেছে।
এ সফরের মাধ্যমে ভোলার নৌ পরিবহন ব্যবস্থার আরও উন্নয়ন ও আধুনিকায়নের সম্ভাবনা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।